দুই মাসে ট্রাফিক পুলিশের পৌনে এক কোটি টাকা জরিমানা আদায় দুই মাসে ট্রাফিক পুলিশের পৌনে এক কোটি টাকা জরিমানা আদায় - ajkerparibartan.com
দুই মাসে ট্রাফিক পুলিশের পৌনে এক কোটি টাকা জরিমানা আদায়

6:07 pm , June 4, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে চলাচলকারী বিভিন্ন যানবাহন থেকে রেকর্ড পরিমানা জরিমানা আদায় করেছে ট্রাফিক পুলিশ। গত দুই মাসে প্রায় পৌনে এক কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও গত ১৭ দিনে মহানগরীর চার থানা ও ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক হয়েছে প্রায় সাড়ে তিনশ’ জন মাদক বিক্রেতা। মাদক, কার্তুজ ও দেশী অস্ত্র উদ্ধার হয়েছে। মামলা হয়েছে শতাধিক। গতকাল সোমবার মহানগরের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার এই তথ্য জানিয়েছে। মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের আয়োজিত সংবাদ ভারপ্রাপ্ত কমিশনার মো. মাহফুজুর রহমান জানান, নগরীতে কাগজপত্রবিহীন ও নিয়ম না মেনে চলাচলকারী যানবাহনে বিরুদ্ধে মহানগর ট্রাফিক পুলিশ গত এপ্রিল এবং মে মাসে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০ হাজার তিনশ’ যানবাহন ও চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এসব মামলার বিপরীতে ৭৪ লাখ ৬৪ হাজার ৬২ টাকা জরিমানা আদায় করা হয়। যা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়েছে।

ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার আরো জানান, পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনায় মহানগরী এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে প্রথম রমজান থেকে সাড়াশি অভিযান চালিয়েছে কোতয়ালী, কাউনিয়া, এয়ারপোর্ট, বন্দর ও ডিবি পুলিশ। গত ১৭ দিনের অভিযানে মোট আটক হয়েছে ৩৪০ জন। আটককৃতদের মধ্যে ১২৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে ১০১টি। এছাড়া আটক ২১৩ জনের বিরুদ্ধে মহানগর পুলিশ আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অভিযানে ৩ হাজার ৯৪৯ পিস ইয়াবা, ১৪ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ৫৭ বোতল ফেন্সিডিল, পৌনে ৩ লিটার দেশীয় মদ, একটি পাইপগান, একটি চাপাতি, একটি রাম-দা, ৮ টি খালি কার্তুজ উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার অভিযোগ করেন, নগরীতে কতিপয় সাংবাদিক প্রেস লেখা ষ্টিকার মোটর সাইকেলে সাটিয়ে ফেন্সিডিল ও ইয়াবা ব্যবসার সাথে জড়িত। তাদের নজরদারী করা হচ্ছে জানিয়ে, সেই সকল ভুয়া সাংবাদিকদের কোন ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার। এছাড়াও তিনি জানান, যানজট নিরসনে নগরীতে ঈদের পর বাস চলাচল শুরু করা হবে।

সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার মো আব্দুর রউফ, উত্তম কুমার পাল, মোয়াজ্জেম হোসেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা, খান মো. আবু নাসের, সহকারী পুলিশ কমিশনার শাহনাজ পারভীন ও নাসির উদ্দিন মল্লিকসহ ৪ থানার ওসি এবং উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT