ওয়ার্ড আ’লীগ নেতার অসৌজন্যমুলক আচরন ওয়ার্ড আ’লীগ নেতার অসৌজন্যমুলক আচরন - ajkerparibartan.com
ওয়ার্ড আ’লীগ নেতার অসৌজন্যমুলক আচরন

6:04 pm , June 4, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ এবার ভরা মজলিসে জেলা নির্বাচন কর্মকর্তার সাথে অসৌজন্যমুলক আচরন করেছে নগরীর ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের বিতর্কিত সাধারণ সম্পাদক মো. নাজমুল হুদা। বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সম্ভাব্য প্রার্থীদের সামনেই তিনি জেলা নির্বাচন কর্মকর্তার নির্বাচন নিয়ে গৃহিত প্রস্তাবনায় প্রশ্ন উত্থাপন করেন তিনি। নাজমুল হুদার প্রশ্ন উত্থাপনে ভাব-ভঙ্গি ও আচরনে অসৌজন্যমুলক চিত্র ফুটে উঠে। তার ওই আচরনে হতবাক হন নির্বাচন কর্মকর্তা সহ ওয়ার্ড কাউন্সিলর ও সম্ভাব্য প্রার্থীরা। গতকাল সোমবার বরিশাল উপ-নির্বাচন কমিশনার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিসিসি নির্বাচনের খসরা ভোটার, ভোট কেন্দ্রের বিষয় নিয়ে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে মতবিনিময় করেন জেলা ও আঞ্চলিক কর্মকর্তারা। এসময় জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান নতুন ভোট কেন্দ্রের খসড়া তালিকা উপস্থিত সকলের সামনে তুলে ধরেন। ঠিক সেই সময় চেয়ার ছেড়ে দাড়িয়ে যান ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা। আঙ্গুল উচিয়ে নির্বাচন কর্মকর্তাকে বলে ওঠেন “কেন্দ্র নির্ধারন করতে আপনি কে”? হঠাৎ করেই তার এমন প্রশ্নে হতবাক হয়ে যান নির্বাচন কর্মকর্তা। কেননা প্রশ্নটি করার সময় তার ভাষা ব্যবহার এবং ভাবভঙ্গিতে ফুটে ওঠে সন্ত্রাসী মনোভাব। তাই তার এমন আচরনে সকলকে অবাক করে। তাৎক্ষনিক বিষয়টি নিয়ে কাউন্সিলর ও প্রার্থীরা নাজমুল হুদাকে ভর্ৎসনা করেন।

জানাগেছে, ইতিপূর্বে নগরীর সাগরী বাজার এলাকায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীদের মারধর করে আ’লীগ নেতা নাজমুল হুদা ও তার সহযোগিরা। এ নিয়ে ব্যবসায়ীরা বিক্ষোভ ও সড়ক অবরোধও করে। এই ঘটনার কদিনের মাথায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে নাজমুল হুদাকে ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এর পদ থেকে সাময়িক ভাবে বহিস্কার করে। সম্প্রতি তাকে তার পূর্বে পদে বহাল রাখা মহানগর আওয়ামী লীগ। এর কদিন না যেতেই নির্বাচন কর্মকর্তার সাথে বেপরোয়া নাজমুল হুদার অশোভন আচারন সংশ্লিষ্ট মহলকে পুনরায় ভাবিয়ে তুলেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT