বাউফলে পুলিশের হাতে ব্যাংক কর্মকর্তা লাঞ্ছিত বাউফলে পুলিশের হাতে ব্যাংক কর্মকর্তা লাঞ্ছিত - ajkerparibartan.com
বাউফলে পুলিশের হাতে ব্যাংক কর্মকর্তা লাঞ্ছিত

6:04 pm , June 4, 2018

বাউফল প্রতিবেদক ॥ বাউফল থানার দুই এএসআইসহ ৪ জন পুলিশ সদস্য বিরুদ্ধে ব্যাংক কর্মকর্তা মোঃ সফিউল্লাহ (৩৭) লাঞ্চিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার নাজিরপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা হারুন-অর রশিদের ছেলে ও বাউফল সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার। অভিযোগ সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার কালাইয়া-নাজিরপুর বড় ডালিমা ব্রীজের পাশে মোঃ সফিউল্লাহকে গাঁজা ও ইয়াবী ব্যবসায়ী সাজিয়ে হাতে হ্যান্ডক্যাপ পড়িয়ে বেদম মারধর করে পুলিশ। এ সময় সফিউল্লাহর কাছ থেকে ৬০ হাজার টাকাও ছিনিয়ে নেওয়া হয়েছে। জনগনের বাঁধার মুখে ৫ হাজার টাকার বিনিময় উপস্থিত লোকজনের সামনে হাতকড়া পরা অবস্থায় আটককৃত দুইজনের ছবি তুলে এবং সাদা কাগজে স্বাক্ষর রেখে তাকে ছেড়ে দেয়া হয়। বিষয়টি ওই দিন রাত ১০ ঘটিকার সময় থানার ওসিকে জানালে তিনি কোন কার্যকর পদক্ষেপ না নেওয়ায় রবিবার আইনগতভাবে সু-বিচার চেয়ে ব্যাংক কর্মকর্তা ইউএনও‘র কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। এ বিষয় ইউএনও পিষুষ চন্দ্র দে জানান, লিখিত অভিযোগ পেয়েছি। ওসি সাহেবের সাথে ফোনে কথা হয়েছে, তিনি (ওসি) গত ৩জুন রবিবার ব্যাংকে গিয়ে তার সহকর্মীদের পক্ষ হয়ে ভুল স্বীকার করেছেন। এ ব্যাপারে উভয় পক্ষকে ডাকা হবে। এ ব্যাপারে অভিযুক্ত বাউফল থানার এএসআই নাসির মুঠোফোনে জানান, সারাদেশের ন্যায় বাউফলেও মাদকবিরোধী পুলিশী অভিযান চলছে। অভিযানে দায়িত্ব পালন করতে গিয়ে উপজেলার কালাইয়া নাজিরপুর ব্রীজ সংলগ্ন ঝোপে কয়েকজন জুঁয়া খেলতে দেখি। তাদেরকে গ্রেফতার করতে গেলে পালিয়ে যাওয়ার সময় আমাদের সাথে তাদের ধস্তাধস্তি হয় এবং একজনকে গ্রেফতার করি। এ সময় গ্রেফতারকৃত সফিউল্লাহ বাউফল সোনালী ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিলে কালাইয়া বন্দরে জনসমক্ষে নিয়ে ৫ হাজার টাকা মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। এ বিষয়ে বাউফল থানার ওসি মনিরুল ইসলাম জানান, তিনি (ব্যাংক কর্মকতা) একজন সরকারী কর্মকতা। বিষয়টি জানার পরে আমি নিজে থেকেই বিষয়টি নিস্পত্তি করে দিয়েছি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT