6:46 pm , June 3, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ সদ্য ঘোষিত বরিশাল উত্তর জেলা যুবদলের পকেট কমিটি বাতিলের দাবীতে নগরীতে বিক্ষোভ করেছে বঞ্চিতরা। গতকাল রোববার নগরীর সদর রোড দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করলেও পুলিশী বাঁধায় বিক্ষোভ মিছিল বের করতে পারেনি। যুবদলের উত্তর জেলার সাবেক সাধারন সম্পাদক বদিউজ্জামান মিন্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা বিএনপি সহ-সভাপতি মঞ্জুর হোসেন মিলন, গৌরনদী থানা যুবদলের সাবেক সাধারন সম্পাদক সাইয়েদুল আলম খান সেন্টু, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফরিদ মিয়া, যুবদল নেতা গোলাম মোর্শেদ মাসুদ, গৌরনদী সরকারী কলেজের সাবেক (ভিপি) মোঃ জাকির হোসেন রাজা, সাবেক জিএস সোহানুর রহমান সোহাগ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক খলিল মোল্লা, স্বপন সরদার, ফারুক সরদার, বুলবুল সরদার, সহিদ সরদার, পৌর যুবদল আহবায়ক জাকির হোসেন শরীফ, সামসুল আলম খোকন, হিজলা যুবদল আহবায়ক দেলোয়ার হোসেন পাটওয়ারী, গৌরনদী থানা ছাত্রদল আহবায়ক মুন্না আহমেদ রিয়াজ, ছাত্রদল কলেজ সভাপতি ইমরান সরদার প্রমুখ। সমাবেশে নেতা কর্মীরা উত্তর জেলা বিএনপি সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ ও সাধারন সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের বিরুদ্ধে শ্লোগান দেয়। পরে দলীয় কার্যলয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্ঠা করলে তা পুলিশের বাধায় পন্ড হয়ে যায়।