মঠবাড়িয়ায় মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে জখম মঠবাড়িয়ায় মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে জখম - ajkerparibartan.com
মঠবাড়িয়ায় মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে জখম

5:52 pm , April 21, 2018

মঠবাড়িয়া প্রতিবেদক ॥ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পিরোজপুরের মঠবাড়িয়ায় হাফেজ আলমগীর হোসেন আব্দুল্লাহ (৩৫) নামে এক মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার পশ্চিম মিরুখালী মদিনাতুল উলুম নূরাণী মাদ্রাসার সম্মূখ সড়কে প্রতিপক্ষ আপন চাচাতো ভাইয়েরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহত মাদ্রাসা শিক্ষককে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে সন্ধ্যায় তাকে আশংকাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত মাদ্রাসা শিক্ষক আলমগীর পশ্চিম মিরুখালী গ্রামের আবু সালেহ হাওলাদারের ছেলে এবং স্থানীয় মদিনাতুল উলুম নূরাণী মাদ্রাসার শিক্ষক। এঘটনায় আলমগীরের পিতা আবু সালেহ বাদী হয়ে ভাতিজা জিয়াকে প্রধান করে ১৪ জনকে আসামী করে শুক্রবার রাতে মঠবাড়িয়া থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলা ও পারিবারিক সূত্রে জানাগেছে, ওই গ্রামের আবু ছালেহ এর পুত্র আলমগীর সাথে আপন চাচাত ভাই মৃত করিম হাওলাদারের পুত্র দেলোয়ারের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল । এর জের ধরে শুক্রবার বিকেলে প্রতিপক্ষ দেলোয়ারের পুত্র জিয়া হাওলাদার ও তার দলবল মিলে পূর্ব পরিকল্পিতভাবে হাফেজ আলমগীর হোসেনকে মাদ্রাসার সামনে থেকে ধরে নিয়ে সড়কের ওপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় অজ্ঞান হয়ে পড়লে মৃত ভেবে সড়কের ওপর ফেলে রেখে পালিয়ে যায়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম ছরোয়ার জানান, এ ঘটনায় প্রতিপক্ষ দেলোয়ারের স্ত্রী রেনু বেগম (৪০) ও মেয়ে অনু আক্তার (১৫) কে গ্রেফতার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT