6:45 pm , June 3, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ আর মাত্র কদিন বাদেই ঈদ উল ফিতর। ঈদকে কেন্দ্র করে যাত্রীদের চাপ সামলাতে বিশেষ সার্ভিসের জন্য প্রস্তুত নিচ্ছে রাষ্ট্রিয় এবং বেসরকারি নৌযান। তবে বেসরকারি নৌ যানের বিশেষ সার্ভিসের বিষয়ে এখনো দিনক্ষন নির্ধারন না হলেও প্রস্তুতি সম্পন্ন করে রাষ্ট্রিয় নৌযান বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। আগামী ১৩ জুন থেকে ২৪ জুন পর্যন্ত ঈদের আগে পরে ১২ দিন ঈদ সার্ভিস দিবে রাষ্ট্রিয় সংস্থার ৬টি নৌ যান।
বিআইডব্লিউটিসি’র বরিশাল কার্যালয়ের সহকারী মহা-ব্যবস্থাপক সৈয়দ আবুল কালাম আজাদ জানান, আগামী ১৩ জুন থেকে তাদের সংস্থার ঈদ সার্ভিস শুরু হবে। মোট ৬টি জাহাজ আগামী ২৪ জুন পর্যন্ত যাত্রী সেবা দিবে। তবে ঈদের পরে প্রয়োজন হলে বিশেষ সার্ভিসের সময় বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, এবারের ঈদ সার্ভিসে যাত্রী সেবায় যে ৬টি জাহাজ থাকতে সেগুলো হলো পিএস মাহসুদ, পিএস অষ্ট্রিজ, পিএস টার্ন, পিএস লেপচা, এমভি মধুমতি এবং এমভি বাঙ্গালী। প্রতিদিন দুটি করে যাহাজ যাত্রী সেবা দিবে। ঢাকা থেকে ছেড়ে আসা জাহাজগুলো বরিশাল হয়ে যাত্রী নিয়ে মোড়লগঞ্জ পর্যন্ত যাবে। সেখান থেকে যাত্রী নিয়ে বরিশাল হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌযানগুলো। এর মধ্যে ঈদের পূর্বে একদিন বিআইডব্লিউটিসি’র জাহাজ খুলনা পর্যন্ত যাবে বলে জানিয়েছেন সংস্থাটির ওই কর্মকর্তা।