6:41 pm , June 2, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ (জিইউবি) বরিশাল এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন সর্বজন শ্রদ্ধেয় বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ হানিফ, বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান সৈয়দা আরজুমান বানু নার্গিস, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক তপন কুমার বল, রেজিষ্ট্রার একেএম এনায়েত হোসেন, বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস, সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ ওয়ালিউল ইসলাম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল মোতালেব হাওলাদার, উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনষ্টিটিউটের পরিচালক শাহ আলম, বিএম কলেজের উপাধ্যক্ষ স্বপন কুমার পাল, মহিলা কলেজের অধ্যক্ষ অমল কৃষ্ণ বড়াল, উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক আব্দুস সেলিম, অমৃত লাল দে কলেজের অধ্যক্ষ সুভাষ পাল, দৈনিক আজকের পরিবর্তন সম্পাদক কাজী মিরাজ, মহানগর আ’লীগ নেতা আনিছুর রহমান দুলাল সহ বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।