তজুমদ্দিনে সাড়ে নয় হাজার টাকায় বিক্রি ‘রাজা ইলিশ’! তজুমদ্দিনে সাড়ে নয় হাজার টাকায় বিক্রি ‘রাজা ইলিশ’! - ajkerparibartan.com
তজুমদ্দিনে সাড়ে নয় হাজার টাকায় বিক্রি ‘রাজা ইলিশ’!

6:40 pm , June 2, 2018

তজুমদ্দিন প্রতিবেদক ॥ তজুমদ্দিনের মেঘনায় জেলের জালে ধরা পড়েছে রাজা ইলিশ। ওই এক ইলিশ শশীগঞ্জ মাছ ঘাটে বিক্রি হয়েছে সাড়ে নয় হাজার টাকা। ঢাকায় বিক্রি করার উদ্দেশ্যে মাছটি কিনেছেন ঘাটের বেপারী মহিউদ্দিন। গতকাল দুপুরে শশীগঞ্জ মাছ ঘাটে গিয়ে দেখা যায়, মৎস্য আড়ৎদার সিরাজ মেম্বারের গদির মাঝী নুরুল ইসলাম ভান্ডারীর জালে দুই কেজি ৬শত গ্রাম ওজনের একটি রাজা ইলিশ ধরা পড়ে। ঘাঠে এলে মাছটি দেখার জন্য অন্য আড়ৎদার ও জেলেরা ভীর জমায়। পরে মাছটি মহিউদ্দিন বেপারী নয় হাজার ৫ শত টাকায় ক্রয় করেন। তিনি মাছটি আরো বেশী দামে বিক্রির আশায় ঢাকায় পাঠাবেন বলে জানান। নদীতে মাছ কম হলেও রাজা ইলিশ ধরতে পেরে মহাখুশির কথা জানালেন মাঝী নুরুল ইসলাম ভান্ডারী।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT