বিভাগের ৫৮ নেতাকর্মীর পরিবার পেয়েছে তারেক জিয়ার উপহার বিভাগের ৫৮ নেতাকর্মীর পরিবার পেয়েছে তারেক জিয়ার উপহার - ajkerparibartan.com
বিভাগের ৫৮ নেতাকর্মীর পরিবার পেয়েছে তারেক জিয়ার উপহার

6:40 pm , June 2, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ নগরী সহ বিভাগে গুম-খুন ও নির্যাতিন ৫৮ নেতা-কর্মীর পরিবারের জন্য ঈদ শুভেচ্ছা এবং উপহার পাঠিয়েছেন বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি জিয়া পরিবারের আইনজীবী প্যানেলের সদস্য এ্যাড. হেল্লাল উদ্দিন এর মাধ্যমে ওই উপহার পৌছে দেয়া হয়েছে। নগরী সহ বিভাগের বিভিন্ন জেলা এবং উপজেলা ঘুরে ওই উপহার পৌছে দেয়া হয়। এসময় তার সাথে সহযোগিতা করেন স্বেচ্ছাসেবক দল জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান পিন্টু ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম লিপন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে স্বেচ্ছাসেবক দলের একাংশের নেতৃত্ব দেয়া ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম লিপন জানান, দেশের চলমান আন্দোলন সংগ্রামে বিএনপি’র যে সকল নেতা-কর্মী হত্যা, গুম, খুন ও নিখোঁজ হয়েছেন তাদের পরিবারকে প্রতি বছর রমজানে ঈদ শুভেচ্ছা ও উপহার দিয়েছে থাকেন বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তারই অংশ হিসেবে এবার লন্ডন থেকে সারা দেশের ন্যায় বরিশালের ৫৮টি পরিবারকে ঈদ শুভেচ্ছার উপহার পাঠিয়েছেন তিনি। যে উপহার সামগ্রীগুলো গত ১ জুন শুক্রবার বিএনপি’র গুম, খুন, নিখোঁজ ও নির্যাতিত নেতা-কর্মীর ঘরে ঘরে পৌছে দেয়া হয়েছে।

এদের মধ্যে বরিশাল নগরীতে তারেক রহমান এর ঈদ শুভেচ্ছা উপহার পেয়েছেন নিখোঁজ ছাত্রদল নেতা মিরাজ খান কালু ও তার ভাই ফিরোজ খান কালুর পরিবার। তাদের মায়ের হাতে তারেক রহমানের দেয়া উপহার তুলে দেয়া হয়।

আমিনুল ইসলাম লিপন বলেন, যে উপহার সামগ্রীগুলো পাঠানো হয়েছে তা সরাসরি লন্ডন থেকে পাঠানো হয়েছে। সে গুলো কেউ খুলে দেখতে পারেনি। তাই বক্সের ভেতরে কি ধরনের উপহার সামগ্রী ছিলো তা জানা সম্ভব হয়নি। যে পরিবারগুলোকে উপহার সামগ্রী পৌছে দেয়া হয়েছে তারাই বলতে পারবেন উপহার স্বরুপ তারা কি পেয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT