এস.আর সমাজ কল্যান সংস্থার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের অস্বচ্ছল নারীদের মাঝে অর্থ বিতরন এস.আর সমাজ কল্যান সংস্থার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের অস্বচ্ছল নারীদের মাঝে অর্থ বিতরন - ajkerparibartan.com
এস.আর সমাজ কল্যান সংস্থার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের অস্বচ্ছল নারীদের মাঝে অর্থ বিতরন

6:22 pm , June 1, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ সদর উপজেলার টুঙ্গিবাড়ীয়া ইউনিয়নের ৩৮০ নারীদের মাঝে অর্থ বিতরন করা হয়েছে। হাঁস, মুরগি ও কবুতর পালনের জন্য গতকাল শুক্রবার ওই অর্থ সহায়তা দেয় এসআর সমাজকল্যান সংস্থা। ইউনিয়নের ৩ ও ৬ নং ওয়ার্ডে এক অনুষ্ঠানের মাধ্যমে ওই অর্থ বিতরন করেন সংস্থার চেয়ারম্যান ছাত্রলীগের সাবেক নেতা মো. সালাহউদ্দিন রিপন। এসময় উপস্থিত ছিলেন টুঙ্গীবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান বাহাউদ্দিন নাসিম, এসআর সমাজ কল্যান সংস্থার প্রধান সমন্বয়কারী ও মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল মালেক হাওলাদার, টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিন্টু, সাধারন সম্পাদক ধলু মোল্লা, দপ্তর সম্পাদক জাকির হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাজাহান মাস্টার, ৩নং ওয়ার্ডের সভাপতি ফরিদ মৃধা, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং এসআর সমাজ কল্যান সংস্থার ওয়ার্ড প্রতিনিধি শাহ আলম মেম্বারসহ অন্যান্যরা। স্বেচ্ছাসেবী সংগঠন এসআর সমাজকল্যাণ সংস্থা ইতিমধ্যে সদর উপজেলার ১০ ইউনিয়নের ৯০টি ওয়ার্ড ও সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকার প্রায় ১৬ হাজার দুঃস্থ নারীদের আর্থিক সহায়তা দিয়েছে। এছাড়াও পুরুষদের কৃষি উপকরণ ও শ্রমজীবী মানুষদের ভ্যানগাড়ি, ঠেলাগাড়ি দিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। এসব এলাকার দরিদ্র পরিবারের মেধাবী সন্তানের লেখাপড়ার খরচ-পরীক্ষার ফি প্রদান, প্রাকৃতিক দুর্যোগে সহযোগীতা, বিধবা, কন্যাদায়গ্রস্থ পিতা এবং গুরুতর অসুস্থদের চিকিৎসায় সব ধরনের আর্থিক সহায়তা দেয় সংস্থা। এসআর সমাজকল্যান সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মো. সালাহউদ্দিন রিপন বলেন, সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সন্তান হিসেবে এ অঞ্চলের সকল মানুষ আমার আপনজন। ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতিতে রাজপথে সক্রিয় থাকায় অনেকবার জেল-জুলুম সহ্য করতে হয়েছে। পরবর্তীতে ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে আর্থিকভাবে স্বচ্ছল হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকান্ডে উৎসাহিত হয়ে এ অঞ্চলের মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যেভাবে নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় বরিশাল সদর উপজেলার পিছিয়ে পরা নারীদের সামনে অগ্রসর করতে আমি আমার আর্থিক সহায়তা প্রদানের কার্যক্রম চালিয়ে আসছি। যার ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT