6:10 pm , May 31, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর সাগরদী বাজার ও বটতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে সহকারী কমিশনার জয়দেব চক্রবর্তী ও মোঃ ইমতিয়াজ মাহমুদ জুয়েল ওই জরিমানা করেন। গতকাল বৃহস্পতিবার দুপুর সোয়া ২টা থেকে ৪টা পর্যন্ত আর্মড পুলিশ ব্যাটেলিয়ন এর সহযোগিতায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অর্থদন্ড দেয়া প্রতিষ্ঠান তিনটির মধ্যে নগরীর সাগরদী বাজার সংলগ্নে মেসার্স তপন ফুড প্রোডাক্টস’র প্রোপাইডার মো. রহমান খানকে ২০ হাজার, মেসার্স রিত্তিকা সাতক্ষীরা মিস্টান্ন ভান্ডারের ম্যানেজার সদেব দাসকে ৭ হাজার ও শ্রী দূর্গা মিস্টান্ন ভান্ডারের প্রোপাইটর ভবেশ্বর পান্ডেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিএসটিআই আইন ১৯৮৫ এর ২৪/৩১/৩৭ ধারা মোতাবেক ওই তিন প্রতিষ্ঠানকে দন্ডাদেশ দেয়া হয়েছে বলে এপিবিএন-১০ থেকে জানানো হয়েছে।
অপর দিকে, বিসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমতিয়াজ মাহ্মুদ জুয়েল’র নেতৃত্বে বটতলা মসজিদ থেকে হাতেম আলী কলেজ চৌমাথা পর্যন্ত রাস্তা দখলকারী নির্মাণ সামগ্রী ও অবৈধ স্থাপনা অপসারন করা হয়। এ সময় মোঃ হাসানকে ও মোজাম্মেল হোসেনকে ৫ হাজার টাকা করে এবং মোঃ রফিকুল ইসলাম, মোঃ নাঈম হোসেন, মোঃ ফারুক হোসেন ও মোঃ নাঈম হাওলাদারকে (২২) দুই হাজার টাকা করে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেন। রাস্তার উপর বিক্রয় ও বাড়ী নির্মাণের জন্য ইট রাখিয়া এবং ফুটপাত দখল করিয়া অবৈধভাবে ফল বিক্রয়ের অপরাধে ওই জরিমানা করা হয়েছে।