দৌলতখানে পুলিশের মামলায় গ্রাম ছাড়া এলাকাবাসী দৌলতখানে পুলিশের মামলায় গ্রাম ছাড়া এলাকাবাসী - ajkerparibartan.com
দৌলতখানে পুলিশের মামলায় গ্রাম ছাড়া এলাকাবাসী

5:49 pm , April 21, 2018

দৌলতখান প্রতিবেদক ॥ দৌলতখানে পুলিশ ও স্থানীয় জনতার মধ্যে সংঘর্ষে পৃথক তিনটি মামলা করা হয়েছে। ১৯ এপ্রিল পুলিশের তিন এসআই বাদী হয়ে এই মামলা দায়ের করে। এতে নামধারি ৮৩ জনসহ অজ্ঞাত আরো ৬শ জনকে আসামি করা হয়। মামলা সুত্রে জানাগেছে, ১৯ এপ্রিল দৌলতখান নদীতে মাছ ধরে জেলেরা। এতে পুলিশ নিষেধ করলে ক্ষিপ্ত হয় জেলেরা। এ নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় ওই দিনই দৌলতখান থানার এসআই পিন্টু দাস বাদী হয়ে নামধারী ২৯ জন, নজরুল বাদী হয়ে নামধারী ৯ ও নুরনবী বাদী হয়ে নামধারী ৪৫ জনকে আসামি করে মামলা করে। এছাড়াও প্রতেক মামলাই ২শ জন করে অজ্ঞাত আসামি করা হয়। মামলায় সরকারি কাজে বাঁধা, পুলিশের উপর হামলা, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় হামলা ও সরকারি কাজে ভাড়া করা ট্রলারে অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে। অপরদিকে, এই মামলাগুলোকে কেন্দ্র করে স্থানীয় জনতাদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। একই সাথে গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া রয়েছে জেলেরা।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT