টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন - ajkerparibartan.com
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন

3:27 pm , January 27, 2022

পরিবর্তন ডেস্ক ॥ সেশন জট নিরসন ও দ্রুত পরিক্ষা সহ ৫ দফা দাবিতে নগরীতে শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে। গতকাল বৃহষ্পতিবার সকালে শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে সিঅ্যান্ডবি রোডে এ কর্মসূচির আয়োজন করা হয়।এ সময় শিক্ষার্থীরা বলেন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারণ শিক্ষার্থীসহ বুটেক্সের অধিভুক্ত ৭ টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের সম্প্রতি করোনা পরিস্থিতির জন্য শিক্ষাজীবন থেকে অতি মূল্যবান প্রায় ১টি বছর বিনষ্ট হয়ে গেছে। আরও একটি বছর শেষ হওয়ার পথে। যেখানে দেশের অন্য সকল বিশ্ববিদ্যালয় তাদের সেশন জট নিরসনে দ্রুত সময়ে পরীক্ষা সম্পন্ন করছে, একাধিক সেমিস্টার পরীক্ষার রুটিন প্রকাশ করেছে, সেখানে আমাদের বুটেক্স অধিভুক্ত টেক্সটাইল কলেজগুলোর অনলাইন এ সম্পন্নকৃত সেমিস্টার গত ৫ মাসে করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকা সত্ত্বেও শেষ হয়নি। অ্যাকাডেমিক বিষয়ে আমাদের কলেজগুলোর প্রশাসন, বুটেক্স প্রশাসন ও বস্ত্র মন্ত্রণালযয়ের সমন্বয়হীনতায় আমাদের শিক্ষাজীবনকে আরো সংকীর্ণ করছে। এমতাবস্থায় আমরা বুটেক্স অধিভুক্ত সকল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সম্মিলিতভাবে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করছি।শিক্ষার্থীরা এ সময় তাদের ৫ দফা দাবির কথা তুলে ধরেন। দাবিগুলো হলো-করোনা মহামারি চলাকালীন সময়ে যে সেমিস্টার লস হয়েছে তা পুষিয়ে নিতে সর্বোচ্চ চার মাসের সেমিস্টার করে দ্রুত রিকোভারি প্লান দিতে হবে,পরীক্ষার ফলাফল (সর্বোচ্চ ৬০ দিনের ভেতর), পরীক্ষার রুটিন ও অন্যান্য কার্যসূচি দ্রুত প্রকাশ করতে হবে, ৪র্থ বর্ষের সকল কার্যক্রম(৪-১,৪-২ এর পরিক্ষা ও কমপ্রিহ্যানসিভ ভাইবা) আগস্টের মধ্যে শেষ করতে হবে, ২য় ও ৩য় বর্ষের শিক্ষার্থীদের জুলাইয়ের মধ্যে ২-২ এবং ৩-২ পরিক্ষা শেষ করতে হবে এবং সেশনজট নিরসন না হওয়া পর্যন্ত ১ম,২য়,৩য় বর্ষের পরবর্তী সেমিস্টারগুলো প্রতিটি ৪ মাসে শেষ করতে হবে।সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত করার পরপরেই মার্কশিট প্রদান করতে হবে এবং প্রতি সাজেক্টে ইমপ্রুভমেন্ট পরিক্ষা ও রিটেক পরিক্ষার ফি অন্যান্য বিশ্ববিদ্যালয় এর সাথে সামঞ্জস্য রেখে ২০০-৩০০ টাকায় নিয়ে আসতে হবে সব কলেজের অধ্যক্ষসহ একজন করে শিক্ষক প্রতিনিধি নিয়ে একটি স্বতন্ত্র্য বোর্ড গঠন করতে হবে, যাতে করে পরিক্ষার সময়সূচি, রেজাল্ট, মার্কশিট ও অন্যান্য বিষয়ে দ্রুত এবং কার্যকর ও চূড়ান্ত পদক্ষেপ নেওয়া সহজ হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT