2:50 pm , December 2, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল ৯ টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে শুরু হওয়া খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং বরিশাল জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শুরু হওয়া প্রতিযোগিতায় উদ্বোধনী দিনে মুখোমুখি হয় চিটাগাং বনাম সিলেট। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল ও সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা বরিশাল প্রশান্ত কুমার দাস, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সুব্রত বিশ্বাস।