3:45 pm , November 22, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ তুচ্ছ ঘটনায় নলছিটিতে প্রাথমিক সমাপনি পরীক্ষার কেন্দ্রে পরীক্ষার্থীকে বেধরকভাবে মারধর করা হয়েছে। এতে আহত পরীক্ষার্থীকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত পরীক্ষার হলের দায়িত্বপ্রাপ্ত পরীক্ষকের মারধরের শিকার ওই পরীক্ষার্থী হলো-উম্মে নাইমা মাইশা। সে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ইউনিয়ন চাইল্ড একাডেমিরঅ২য় পাতায় কলাম ৪পরীক্ষার্থী। ভরতকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের হলে ওই ঘটনা ঘটেছে। ওই কেন্দ্রের পরীক্ষক ইসলামচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিরাজ খান তাকে মারধর করেছে। পরীক্ষার্থীর মা নাসিমা বেগম ময়না জানান, বৃহস্পতিবার প্রাথমিক সমাপনির ধর্ম পরীক্ষা ছিল। ভরতকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেয় তার কন্যা মাইশা। হলে মাইশা খাতা দুইবার সেলাই করিয়েছে। এতে শিক্ষক মিরাজ খান ক্ষুদ্ধ হয়। এক পর্যায়ে মাইশাকে বেধরকভাবে মারধর করে। এতে মাইশা বুকে ও পিঠে আঘাত পেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরীক্ষার পর তার অবস্থা অবনতি হলে তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিক্ষকের মারধরে আহত হয়ে মাইশা ঠিকমতো কথা বলতে পারছে না। এছাড়াও বুকে ও পিঠে প্রচ- ব্যথা থাকায় খাবার খেতে পারছে না। আগামী রোববারের মধ্যে সে সুস্থ না হলে গনিত পরীক্ষায় অংশ নিতে পারবে না। এতে শিক্ষা জীবনে এক বছর পিছিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ দেয়া হবে বলে জানিয়েছেন মাইশার মা নাসিমা বেগম ময়না।