2:26 pm , November 11, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ ঘূর্ণিঝড় বুলবুলের কারণে টানা দুইদিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। তাই বাসা-বাড়িতে দেখা দিয়েছে পানির তীব্র সংকট। তাই বিশুদ্ধ খাবার পানি ও রাতে আলোর জন্য মোম সংকট দেখা দেয়। আর এই সুযোগে ১০ টাকার মোম কোন কোন দোকানী ৩০ টাকা পর্যন্ত দাম হেকেছেন। নগরীর বটতলা বাজার এলাকায় রোববার রাতে মোমবাতি কিনতে আসা মো: রিপন জানান, বিদ্যুৎ নেই, তাই বাসার মধ্যে অন্ধোকার। র্চাজার লাইটেও চার্জ নেই। তাই মোমবাতি কিনতে এসেছি। কিন্তু ১ কিলোমিটার ঘুরে দুইটি দোকান খোলা পেয়েছি। যার মধ্যে একটিতে মোমবাতি যা ছিল বিক্রি হয়ে গেছে। আর একটায় পেয়েছে। তবে একটি মোমবাতি কিনতে হয়েছে ৩০ টাকা দিয়ে। যা স্বাভাবিক সময় ১০ টাকায় বিক্রি হয়। নগরীর কালীবাড়ি রোডের দোকান মর্ডান র্স্টোরে দীর্ঘ লাইন। তবে অধিকাংশের ছিল মোমবাতির চাহিদা। সেখানে ৫ টাকা বা ১০ টাকা দামের কোন মোমবাতি পাওয়া যায়নি। পাওয়া গেছে মোমবাতির ছোট ছোট প্যাকেট। যার দাম আঠারো টাকা। তবে এইক প্যাকেট নগরীর ভাটিখানায় বিক্রি হয়েছে ৩০ টাকা দামে।