3:30 pm , June 23, 2019
মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। ঘটনার বিবরনে জানাগেছে, গত বৃহস্পতিবার মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের দক্ষিন গাছুয়া গ্রামের মৃত রুস্তম সরদারের ছেলে খবির সরদারের ফলের বাগানে বসে জুয়া খেলছিল স্থানীয় মকবুল সিকদারের দুই পুত্র মিরাজ ও রাসেল এবং তাদের সহযোগীরা। বিষয়টি টের পেয়ে খবির তার বাগানে গিয়ে তাদেরকে সেখানে বসে জুয়া খেলতে নিষেদ করলে সেখানে তাদের মধ্যে বাগবিতন্ডার সৃষ্টি হয় এবং একপর্যায়ে তারা খবিরকে গালি-গালাজ করে জীবন নাশের হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। এ ঘটনার যের ধরে গত শনিবার খবির সরদার তার ব্যবসায়ীক কাজে গলই ভাঙ্গা বাজারে আসরের নামাজ পরে বের হলে পুর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র-ষস্ত্র নিয়ে মকবুল সিকদারের বখাটে পুত্র মিরাজ (২২), রাশেদ (১৮) ও রাসেল (১৬) সহ একদল সন্ত্রাসী তার উপর হামলা করে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন গুরুতর আহত খবিরকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার খবিরের অবস্থা গুরুতর দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিমে প্রেরন করেন। এব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছেন খবিরের পরিবার।